এই মাত্র জাতীয় বাংলাদেশ বিনোদন ব্রেকিং সেবামূলক কাজ

গোপালগঞ্জে মতুয়াস্নানোৎসব

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে কাশিয়ানীর ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাড়িতে ২১০ তম জন্মতিথি উপলক্ষ্যে পূন্য স্নানোৎসব শেষ হয়েছে শনিবার ভোরে।
পাপ মোচনের আশায় প্রতিবছর চৈত্রমাসে দ্বাদশী তিথিতে হরিভক্ত ঠাকুর বাড়িতে স্নানোৎসব করে থাকে। পূজা অর্চনার মধ্যদিয়ে এ উৎসবের শুভ সূচনা হয়।
১২১৮ বঙ্গাব্দ, ইংরেজি ১৮১১ খ্রিস্টাব্দের ১১ মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়। গোপালগঞ্জে কাশিয়ানীর সাফলীডাঙ্গা জন্মগ্রহণ করেন। পিতা যশোবন্ত ঠাকুরের পাঁচ ছেলের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পরে পার্শবর্তী ওড়াকান্দি গ্রামে বসতি গড়েন হরিচাঁদ ঠাকুর। সেখানে তিনি অলৌকিকত্ব ও লীলার জন্ম প্রসিদ্ধ হয়ে ওঠেন।
বারুনী স্নানোৎসব উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী মেলা অনুষ্ঠীত হওয়ার কথা ছিল। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সংক্রমন ঠেকাতে স্থানীয় প্রশাসন মেলা বন্ধ করে দিয়েছে। গত বছরও এ সময়ে করোনার প্রথম ধাপের সংক্রমন ঠেকাতে এই উৎসব বন্ধ রাখা হয়েছিল।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রী শ্রী ওড়াকন্দি ঠাকুর বাড়িতে পূজা দেন।

Related posts

তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ৪৬

razzak

আফ্রিকায় ১০০ কোটি ডোজ করোনা টিকা সহায়তার প্রতিশ্রুতি চীনের

razzak

হাসপাতালে ভর্তি বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

Irani Biswash

Leave a Comment

Translate »