ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গ চতুর্থ দফা নির্বাচনের দিন দুপুর দেড়টায় বরিষা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠে ভোট দিয়েছেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলী।
বিগত বেশ কয়েকমাস তোলপাড় ছিল বিজেপি’র নতুন মুখ ক্রিকেটের দাদাকে কেন্দ্র করে। তিনি সর্বসাধারণের মতো লাইন দিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন। ভোট প্রসঙ্গে এবং প্রত্যাশা নিয়ে তিনি কোন প্রশ্নের সরাসরি জবাব দেননি।
অভিজ্ঞ মহলের একাংশের ধারণা, বিগত কয়েকদিন ধরেই রাজনীতিতে যোগদান নিয়ে বিতর্কেও শিরোনামে সৌরভ। হয়তো নতুন কোনও বিতর্কে জড়াতে চাননি বলে প্রকাশ্যে কোন মন্তব্য করতে চাননি।
বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মহারাজের রাজনীতিতে যোগদানের জল্পনা শুরু হয়। বাংলায় বিজেপি-ও মুখ করা হতে পারে প্রক্তন অধিনায়ককে, এমন চর্চা চলছে রাজ্য রাজ্য রাজনীতিতে।
next post