আন্তর্জাতিক এই মাত্র নারী ব্রেকিং

সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী নভোচারী

ডেস্ক রিপোর্ট:  সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশে অভিযানে যাবেন নোরা আল মাত্রোশি।

শনিবার আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম টুইটারে এ খবর প্রকাশ করেছেন। এদিন আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের নভোচারী হিসেবে দুইজনকে নির্বাচিত করা হয়। এ কর্মসূচিতে নির্বাচিত হওয়া অপর নভোচারী হলেন মোহাম্মদ আল মুল্লা।

আরব আমিরাত কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচে দুইজনকে নির্বাচিত করা হয়েছে। নোরা আল মাত্রোশী ও তার সহকর্মী মোহাম্মদ আল মুল্লা নভোচারীদের দ্বিতীয় ব্যাচে যোগ দিচ্ছেন। প্রায় চার হাজার ৩০০ আবেদনকারীর মধ্যে নভোচারী হিসেবে এই দুইজনকে নির্বাচিত করা হয়। এই দুই নভোচারীকে যুক্তরাষ্ট্রের নাসার টেক্সাসে অবস্থিত জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই দুই নভোচারী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করেনি আরব আমিরাত কর্তৃপক্ষ।

 

Related posts

এবার তিন বছর বয়সী শিশুর ওমিক্রন শনাক্ত

razzak

অ্যান্টিবায়োটিকের মোড়কে থাকবে লাল চিহ্ন-সতর্কতা

razzak

মহান বিজয় দিবস আজ

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »