আন্তর্জাতিক এই মাত্র বিনোদন

স্বামীর কাছ থেকে হিরার হার উপহার পেলেন সানি লিওন

ডেস্ক  রিপোর্ট: ১৩ বছরের সম্পর্ক আর ১০ বছরের দাম্পত্য উদযাপন করতে স্বামী ড্যানিয়েল হিরার হার উপহার দেন সানি লিয়নকে।

শুক্রবার সানি একটি ছোট ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সাদা ও সবুজের ডোরাকাটা পোশাক পরা। টান টান করে চুল বাঁধা। ভিডিও জুড়ে গলার হার ঝলমল করছে। তবে হীরার চাইতেও যেন বেশি ঝলমলে সানির মুখ। খুশিতে ডগমগ তিনি।

ক্যাপশনে স্বামীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘কেউ ভেবেছিল, কেবল একটি কথোপকথন আমাদের আজ এখানে নিয়ে আসবে? ভালোবাসি তোমায়’।

সানি ও ড্যানিয়েলের প্রথম সাক্ষাৎ একটি ক্লাবে। ড্যানিয়েলের দাবি, প্রথম বারেই সানির প্রেমে পড়ে যান তিনি। তবে সানির অনুভূতি তৈরি হয় ধীরে ধীরে। মায়ের মৃত্যুর সময়ে ড্যানিয়েল তার কাঁধ শক্ত করার জন্য একবারের জন্যও সঙ্গ ছাড়েননি। সেই ভালোবাসা আজও হীরার হার হয়ে ঝলমল করছে।

Related posts

বাংলা একাডেমির নতুন সভাপতি সেলিনা হোসেন

razzak

ভাসানচরে সেপ্টেম্বর থেকে যুক্ত হতে যাচ্ছে জাতিসংঘ

Mims 24 : Powered by information

নুসরাতের ছেলের জন্য উপহার পাঠালেন মিমির ম্যানেজার

razzak

Leave a Comment

Translate »