আন্তর্জাতিক এই মাত্র বিনোদন

বাফটা’র ভার্চুয়াল প্রেজেন্টার প্রিয়াঙ্কা চোপড়া

ডেস্ক রিপোর্ট: ৭৪তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) ভার্চুয়াল মঞ্চে অন্যতম প্রেজেন্টার হিসেবে আমন্ত্রন পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টম হিডলস্টোন, হিউ গ্রান্ট, চুইটেল এজিয়োফোর, অ্যানা কেন্ড্রিকের মতো তারকারা। প্রিয়াঙ্কার কাঁধে দায়িত্ব পড়েছে রাইজ়িং স্টার ক্যাটিগরির পুরস্কার প্রেজ়েন্ট করার। প্রেজেন্টারের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নায়িকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি খুবই গর্বিত।’

এবার করোনা মহামারির কারণে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিলে আয়োজিত হচ্ছে বাফটা।  ১১ এপ্রিল বিবিসিওয়ানে সরাসরি সম্প্রচারিত হবে বাফটার ভার্চুয়াল অনুষ্ঠান।

প্রিয়াঙ্কার এ প্রাপ্তি অনেকের মুখের ওপর কড়া জবাব। অস্কারের ঘোষকের দায়িত্ব পাওয়ার পর অভিনেত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ছিলেন, অস্ট্রেলীয় সাংবাদিক পিটার ফোর্ড ।

Related posts

কাল কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

razzak

আমি সবার সাথে বন্ধুত্ব চাই, তবে কারও দাসত্ব করতে রাজি নই: ইমরান খান

razzak

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন

razzak

Leave a Comment

Translate »