আন্তর্জাতিক এই মাত্র দুর্ঘটনা ব্রেকিং রাজনীতি

মিয়ানমারে ৮০ জনকে হত্যা করা হয়েছে

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ৮০ জনেরও বেশি লোককে হত্যা করেছে।

দেশটির বাগো শহরের এক বিক্ষোভে আজ তাদের হত্যা করা হয়।

বিবিসি বলছে, নিহতদের সেনাবাহিনী গায়েব করে দিয়েছে। এ কারণে প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানায়, সেনাবাহিনী বিক্ষুব্ধদের বিরুদ্ধে ভারি অস্ত্র ব্যবহার করেছে এবং নির্বিচারে গুলি চালিয়েছে।

ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে ৬০০ এর বেশি মানুষকে হত্যা করেছে জান্তা বাহিনী।।

Related posts

প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসছেন জন কেরি

Mims 24 : Powered by information

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

razzak

নকল ওষুধ কোম্পানী জব্দ

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »