ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ৮০ জনেরও বেশি লোককে হত্যা করেছে।
দেশটির বাগো শহরের এক বিক্ষোভে আজ তাদের হত্যা করা হয়।
বিবিসি বলছে, নিহতদের সেনাবাহিনী গায়েব করে দিয়েছে। এ কারণে প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানায়, সেনাবাহিনী বিক্ষুব্ধদের বিরুদ্ধে ভারি অস্ত্র ব্যবহার করেছে এবং নির্বিচারে গুলি চালিয়েছে।
ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে ৬০০ এর বেশি মানুষকে হত্যা করেছে জান্তা বাহিনী।।