এক যুগেরও বেশী সময় ধরে ক্যালগেরীর বাঙালী সংস্কৃতির অঙ্গনে সগৌরবে বিচরণ করছে প্রবাসী বাঙালীর প্রাণের সংগঠন আনন্দধারা। বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, বাঙালীর প্রায় প্রতিটি তাৎপর্যময় দিনগুলোতে আনন্দধারা আয়োজিত মঞ্চ এবং অনলাইনে বর্ণীল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো প্রবাসী বাঙালীর মন ও মানসে এনে দিয়েছে দেশীয় আমেজের ছোঁয়া। বিশেষ করে, আনন্দধারার পহেলা বৈশাখের আয়োজনগুলো যেনো রমনার বটমূলেরই প্রতিচ্ছবি। এই সাফল্যের ধারাবাহিকতায় কোভিড-১৯ এর বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ থেকেও প্রস্তুতির শেষ পর্যায়ে চলে এসেছিল আনন্দধারার এবারের পহেলা বৈশাখের বর্ণাঢ্য অনলাইন আয়োজন ‘আনন্দেরই সাগর হতে’।
আপনারা জানেন গত কয়েক সপ্তাহ ধরে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ পুরো বিশ্বকেই বিপর্যস্ত করেছে। বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমিসহ বিশ্বের বেশীর ভাগ দেশেই এই মহামারী এক ভয়াবহ রুপ নিয়েছে। মৃত্যুর মিছিল যেন শেষ হবার নয়। অতি অল্প সময়ের মধ্যে আমরা হারিয়েছি বাংলাদেশের কয়েকজন বরেণ্য শিল্পীকে। এছাড়া আনন্দধারার অনেক সদস্যের পরিচিতজন বাংলাদেশে এবং ক্যালগেরীতে এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। এমতবস্থায় আনন্দধারা’র অনলাইন বৈশাখী আয়োজন যেটি ১১ই এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল সেটি আপাতত স্হগিত ঘোষনা করা হয়েছে । করোনা পরিস্হিতি একটু স্বাভাবিক হলেই আনন্দধারা অনুষ্ঠানটি অনলাইনে প্রচারের ব্যবস্হা করবে।
প্রতিবেদন: আনন্দধারা,ক্যালগেরী,কানাডা