আন্তর্জাতিক এই মাত্র কোভিড ১৯ ব্রেকিং স্বাস্থ্য

ইংল্যান্ডের অধিকাংশ মানুষের করোনা অ্যান্টিবডি হয়েছে

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস গত ২৮ মার্চ থেকে করোনা অ্যান্টিবডি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। এতে দেখা গেছে ইংল্যান্ডের অধিকাংশ মানুষের শরীরে করোনা অ্যান্টিবডি হয়ে গেছে। প্রতি দুজনের মধ্যে একজনের শরীরে এই অ্যান্টিবডি মিলেছে।

তবে   ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের সর্বশেষ এই জরিপের সঙ্গে আগের দুই সপ্তাহের পরীক্ষার ফলে বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি।

সাধারণত কেউ করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠলে অথবা টিকা নিয়ে থাকলে তার দেহে অ্যান্টিবডি তৈরি হতে পারে। অ্যান্টিবডি হলো রক্তের নির্দিষ্ট কিছু প্রোটিন— যা দেহে সংক্রমণ শনাক্ত করে এর বিরুদ্ধে লড়াই শুরু করে।

তবে অঞ্চলভেদে মানুষের দেহে করোনার এই অ্যান্টিবডির হারে ভিন্নতা মিলেছে বলে জানিয়েছে ওএনএস। ইংল্যান্ডে অ্যান্টিবডি পাওয়ার সবচেয়ে বেশি হার দেখা গেছে ওয়েস্ট মিডল্যান্ডসে এবং সবচেয়ে কম নর্থ ইস্টে।

Related posts

৩২ দিন পর মাঠে নামছেন মেসি

razzak

ইরানের ৫০ এমপি করোনায় আক্রান্ত

razzak

একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান

Irani Biswash

Leave a Comment

Translate »