ডেস্ক রিপোর্ট: অগ্নিকাণ্ডে চারটি পরিবার নিঃস্ব হয়ে গেছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নে পূর্ব বালাকান্দি সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের চারটি গরু, সাতটি ছাগলসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কুড়িগ্রাম ও উলিপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বাড়ির মালিক আব্দুল গনি মিয়া জানান, রাত সাড়ে ১২টার দিকে তারা রান্নাঘরে আগুন দেখতে পান। রান্নাঘরে পাটকাঠি ও খড়ি থাকায় আগুন ভয়াবহ হয়ে ওঠে। তারা কিছু বুঝে ওঠার আগেই পাশের ঘরগুলোতে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনের পুড়ে যায় চারটি গরু, সাতটি ছাগল, ফ্রিজ, আসবাব, জামা কাপড়, জমানো নগদ ৫০ হাজার টাকা, ধান-চালসহ সাতটা কক্ষের প্রায় সবকিছু।
ভুক্তভোগী অপর তিন পরিবারের মালিক মোস্তাফিজুর রহমান, মোজাফফর রহমান ও মিনহাজুল ইসলাম। তারা সবাই গনি মিয়ার ছেলে।
প্রতিবেশী নুরনবী বলেন, ‘আগুন লাগার পর আমরা এসে নেভানোর চেষ্টা করি। আগুন বেশি থাকায় কাছে যেতে পারিনি। ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছানোয় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়নি।’ দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের (সিভিল ডিফেন্স) উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন রায় বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, এরপর আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে।’
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরে তাসনিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহযোগিতা করা হবে।