জাতীয় বাংলাদেশ ব্রেকিং শিক্ষা

এইচএসসির ফলাফলে বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে ২০২০ সালে যারা এইচএসসি পাস করেছে তারা মেধাবৃত্তি ও সাধারণবৃত্তি পেয়েছে ১০,৫০১ জন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা যায়।

তথ্য সূত্রে, এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন মোট এক হাজার ১২৫ শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছেন নয় হাজার ৩৭৬  শিক্ষার্থী।

যারা মেধাবৃত্তি পেয়েছেন তাদের মধ্যে- ঢাকা শিক্ষা বোর্ডে ৪২৭, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭২, রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯৪, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৯, সিলেট শিক্ষা বোর্ডে ৩১, বরিশাল শিক্ষা বোর্ডে ৪১, যশোর শিক্ষা বোর্ডে ৯৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ১১১ শিক্ষার্থী রয়েছেন।

সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে- ঢাকা শিক্ষা বোর্ডে দুই হাজার ৭০০, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৫৯, রাজশাহী শিক্ষা বোর্ডে এক হাজার ২৬২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯৬, সিলেট শিক্ষা বোর্ডে ৫৯২, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৭০, যশোর শিক্ষা বোর্ডে এক হাজার দুই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২৯, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৬৬ শিক্ষার্থী রয়েছেন।

যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে।

Related posts

যেসব অভ্যাসে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্কের ক্ষমতা

razzak

দ্বিতীয় বিয়ে ভেঙ্গে গেল আমির-কিরণ রাওয়ের

Irani Biswash

মানুষের চামড়া দিয়ে বাঁধানো বই মিলল হার্ভার্ডে!

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »