আন্তর্জাতিক জীবনধারা

ব্ল্যাক ডয়মন্ড আইসক্রিম

ডেস্ক রিপোর্ট:  শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষের কাছে আইসক্রিম সত্যি লোভনীয়। দৈনন্দিন জীবনে কতো আইসক্রিম খেয়ে থাকি আমরা। তবে সেই লোভনীয় আইসক্রিমের নাম যদি হয় ব্ল্যাক ডায়মন্ড, তাহলে ব্যাপারটা কেমন হয় ! সাধারনত ডায়মন্ড শব্দটি বলার সাথে সাথে অলঙ্কারের চিত্র ফুটে ওঠে। তবে এবার কোন অলঙ্কার নয়। ডায়মন্ড মিশে আছে সরাসরি লোভনীয় আইসক্রিমের সাথে। আইসক্রিমের নাম ব্ল্যাক ডায়মন্ড! নামটা শুনলেই চমকে যেতে হয়। সাজ-সজ্জায় স্বর্ণ ব্যবহার করা হয় বলেই হয়তো এই নামকরণ। অদ্ভুত এই আইসক্রিম পাওয়া যাচ্ছে দুবাইয়ের একটি মিষ্টির দোকানে। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম এটি। ভারতীয় মুদ্রায় যায় দাম ৬১ হাজার টাকার বেশি। এতে রয়েছে মাদাগাস্কার ভ্যানিলা আইসক্রিম, সঙ্গে ইতালিয়ান ট্রাফেল, ইরানের জাফরান এবং ২৩ ক্যারেট ভোজ্য সোনা।

 

Related posts

চুল পড়া কমায় কালোজিরা

razzak

অভাবের কারণে নিজ দেশেই শরণার্থী!

Mims 24 : Powered by information

এ বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশ করেছে ২৫ হাজার শরণার্থী

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »