এই মাত্র কোভিড ১৯ জনদুর্ভোগ জাতীয় জীবনধারা বাংলাদেশ ব্রেকিং স্বাস্থ্য

করোনা আপডেট, মৃত্যু ১০১ জন

গত ২৪ ঘন্টায় আজও মৃত্যু হয়েছে ১০১ জন। ঢাকা বিভাগের ৬৭ জন, চট্টগ্রামের ২৩, রাজশাহী ২, খুলনা ৩, বরিশাল ১, সিলেট ২ জন ও ময়মনসিংহের ৩ জন মারা গেছেন । দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত হয়েছে ৩, ৪৭৩ জন।  মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭,১৫, ২৫২ জন।  গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫, ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬, ৮ , ৮১৫ জন।

 

Related posts

যুদ্ধ বাধাতে চেয়েছিলেন ট্রাম্প, কঠিন জেরার মুখে মার্কিন জেনারেল

razzak

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ

Irani Biswash

মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

razzak

Leave a Comment

Translate »