বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনির্ভাসিটি শনিবার (১৭ এপ্রিল) এ তথ্য জানায়।
বিশ্বে ‘এখন সবচেয়ে বেশি সংক্রমণ ছাড়াচ্ছে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সতর্কবার্তার এক দিন পরেই মৃত্যুর ব্যাপকতার এ সংখ্যা জানা গেলো।
করোনায় বিপুল সংখ্যক এ মৃত্যুর সঙ্গে তুলনা করে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জ্যামাইকা বা আর্মেনিয়ার মোট জনসংখ্যা ৩০ লাখের কম। আর ১৯৮০-৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধে যত মানুষ নিহত হয়েছে, তার তিন গুণ এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।
করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের শনিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টার তথ্যানুযায়ী বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ কোটি ৫ লাখ ৯৮ হাজার ৮৪১ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩০ লাখ ১৪ হাজার ২৪০ জন। আর করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১১ কোটি ৯৪ লাখের বেশি।
২০১৯ সালের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল। করোনাভাইরাসের ছোবলে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হার। এ ভাইরাস সম্প্রতি ধরন বদল করায় একে প্রতিরোধ করা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন। আর করোনায় মারা গেছেন ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জন। যেটা একক দেশ হিসেবে এখন পর্যন্ত সবথেকে বেশি মৃত্যুর রেকর্ড।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯ জন। আর করোনায় মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। আর দশম স্থানে আছে জার্মানি । এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ এপ্রিল, ২০২০ এ ছিলো এক লক্ষ, ২৭ সেপ্টেম্বর ২০২০ এ ছিলো ১০ লক্ষ, ১৫ জানুয়ারি ২০২১ এ তা দাঁড়ায় ২০ লক্ষে আর ১৭ এপ্রিল ২০২১ এ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেলো।