বাচসাস পরিবারের সিনিয়র সদস্য কোভিড ১৯ আক্রান্ত হয়ে আজ সকাল সাড়ে এগারোটায় প্রয়াত হয়েছেন শফিউজ্জামান খান লোদী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)। তিনি একাধারে সাংবাদিক, উপস্থাপক, চলচ্চিত্র সংসদ কর্মী, বিশ্ব সাহিত্য কেন্দ্র’র অন্যতম প্রতিষ্ঠিতা সদস্য ও সংগঠক ছিলেন। কিছুক্ষণ আগে তার মেয়ে সুমাইয়া লোদী সংবাদটি নিশ্চিত করেছ। পরিবার সুত্রে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি হাসপাতালে চিতিৎসাধীন ছিলেন। ১৭ তারিখ দুপুরে লোদীর শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকালে তিনি মারা যান।
next post