আন্তর্জাতিক কোভিড ১৯ ব্রেকিং রাজনীতি স্বাস্থ্য

কংগ্রেস নেতা রাহুল গান্ধী করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় নিজেই এ কথা জানিয়েছেন। রাহুল গান্ধীর বর্তমান বয় ৫০ বছর।

টুইটে তিনি বলেছেন, ‌‘শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। পরে করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। এতে আমার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং নিরাপদ থাকুন।

কোভ্যাক্সিনের দু’টি ডোজ নেওয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। পূর্ব-সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের সাবেক প্রধানমন্ত্রীকে শুভ কামনা জানানোর পরদিন করোনায় আক্রান্ত হলেন রাহুল গান্ধী। এক টুইটে রাহুল গান্ধী বলেছিলেন, প্রিয় ডা. মনমোহন সিং, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আপনার পরামর্শ এবং উপদেশ ভারতের প্রয়োজন।

এদিকে, কংগ্রেসের সূত্রগুলো বলছে, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন রাহুল গান্ধী। গত ১২ দিন ধরে তিনি তার মা ও কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন না। এমনকি বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর সঙ্গেও গত পাঁচদিন ধরে স্বাক্ষাৎ করেননি রাহুল।

 

Related posts

রাশিয়ায় বিবিসি-ডয়চে ভেলের ওয়েবসাইট বন্ধ

razzak

দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর করোনাক্রান্ত এমপি

Irani Biswash

সাক্কু যুগের অবসান, নতুন মেয়র রিফাত

razzak

Leave a Comment

Translate »