ডেস্ক রিপোর্ট: কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েজের মৃত্যুতে পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে দোবী সাব্যস্ত করেছে মার্কিন আদালত।
গত বছর মিনেয়াপোলিসের রাস্তায় আফ্রিকান কৃষ্ণাঙ্গ আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। এক ভিডিওতে দেখা যায়, গত বছর মে মাসে মি. ফ্লয়েডকে গ্রেফতারের সময় তার গলার উপর ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু গেড়ে বসে ছিলেন ৪৫ বছর বয়সী পুলিশ অফিসার ডেরেক শভিন।
এই ঘটনায় বিশ্বজুড়ে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও বর্ণবাদবিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিয়ে ওঠে বিশ্বজুড়ে।
শভিনকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়: সেকেন্ড ডিগ্রি মার্ডার, থার্ড ডিগ্রি মার্ডার এবং নরহত্যা।
শাস্তি ঘোষণা না করা পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন। সাজা হিসেবে কয়েক দশক জেল খাটতে হতে পারে তাকে।
এই রায়ে পৌঁছাতে জুরিকেদের পুরো একদিন সময় নেন। এর আগে তিন সপ্তাহ ধরে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।