নিজস্ব সংবাদদাতা: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও কোম্পানিগুলোর যৌথ অর্থায়নে ৩২টি পরিবহন কোম্পানির কর্মহীন ২৬শ’ শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে রাজধানীর মিরপুর-চিড়িয়াখানা অঞ্চলে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ’র নির্দেশে বিতরণকৃত খাদ্যসামগ্রীগুলোর মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু রয়েছে।
কর্মসূচি প্রসঙ্গে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, লকডাউনে সকল রুট মলিক সমিতি বা পরিবহন কোম্পানিগুলোকে কর্মহীন শ্রমিকদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমরা সবাই যদি এসব শ্রমিকদের পাশে দাঁড়াই তাহলে কোনও শ্রমিক না খেয়ে থাকবে না।
খাদ্যসামগ্রী বিতরণের সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তপন, সহ প্রচার সম্পাদক মহারাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।