অভিমত আন্তর্জাতিক জীবনধারা নারী প্রবাস কথা প্রিয় প্রবাসী

নবজাতক কন্যাসন্তানকে ঘরে তুলতে হেলিকপ্টার

ডেস্ক রিপোর্ট: সদ্য জন্মানো কন্যাসন্তানকে গৃহে বরণ করতে ভাড়া করলেন হেলিকপ্টার। বাড়ির সন্তানকে ঘরে তুলতে ও সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সাড়ে চার লাখ টাকা খরচ করে ভাড়া করা হয় একটি হেলিকপ্টার। জানা যায়, শ্বশুড়মশাই মদনলাল কুমারেরই পরিকল্পনা ছিল এটি।

হনুমান প্রজাপত ও তাঁর স্ত্রী ছুকি দেবীর কন্যা সন্তান হয় গত মাসেই। রীতি রেওয়াজ মেনে বউ সন্তান নিয়ে ছিলেন বাপের বাড়ি। সেখান থেকেই তাঁকে আনার ব্যবস্থা করে শ্বশুরবাড়ি। নিয়ে আসা হয় হেলিকপ্টার। কারণ, ৩৫ বছর পর প্রজাপত পরিবারের জন্ম নিয়েছে কন্যা সন্তান। কন্যাসন্তানের জন্য অপেক্ষা করেছিলেন গোটা পরিবার। যবে থেকে জানতে পেরেছেন তাঁদের ছেলের বউ গর্ভবতী, তবে থেকেই কন্যাসন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গোটা পরিবার। ঠিক তাই হল। বউ মা জন্ম দিলেন এক ফুটফটে কন্যা সন্তানের। এতে পরিবারের সকলে খুশির বন্যায় ভাসছেন।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, কন্যা সন্তান হয়েছে বলে অত্যাচার সইছে মা। সন্তানকে ফেলে রেখে আসা হয় নোংরা আবর্জনায়। কোথাও বা গলা টিপে জলে ডুবিয়েও মারা হয় ওই ছোট্ট প্রাণটিকে।

সে সমস্ত খবরের শিরোনামকে বোধ হয় কিছুটা হলেও শিক্ষা দিতে পারে এই সংবাদ। ঘটনাটি ঘটেছে রাজস্থানে নাগৌর জেলায়।

এই ঘটনা দেখে অনাবিল তৃপ্তি পাচ্ছে একাংশ, কারণ, কন্যা সন্তানের জন্য এত আড়ম্বর খুব একটা নজরে পড়ে না এদেশে।

 

Related posts

হোয়াইট হাউসে হবে বাইডেনের নাতনির বিয়ে

razzak

এস কে সিনহার বিরুদ্ধে মামলার রায় আজ

razzak

পুতিনকে যে আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর

razzak

Leave a Comment

Translate »