অভিমত কোভিড ১৯ জনদুর্ভোগ জাতীয় জীবনধারা নারী বাংলাদেশ ব্রেকিং সেবামূলক কাজ স্বাস্থ্য

সেচ্ছাসেবী হিসেবে বৃহন্নলা

ডেস্ক রিপোর্ট:  “ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে কোন অ্যাম্বুলেন্স থামতেই হাতে প্লাকার্ড নিয়ে ছুটে আসে তিন চারজন মানুষ।কমলা রঙের জ্যাকেট পরা মানুষেরা ধরাধরি করে রোগীকে এম্বুল্যান্স থেকে নামায়। কেউ হাতে তুলে নেয় রোগীর প্রয়োজনীয় জিনিসপত্র। কেউ আবার রোগীকে স্ট্রেচারে বসিয়ে এগিয়ে নিয়ে যায় হাসপাতালের ভেতরে।
তারা তৃতীয় লিঙ্গের মানুষ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃহন্নলা’র স্বেচ্ছাসেবক মুনমুন, রুহী ও চাঁদনী। তাদের সঙ্গে আছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুল ইসলামও।
করোনা আক্রান্ত রোগীকে যেখানে আত্মীয়স্বজনেরা বয়কট করে। আক্রান্ত হবার ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া মানুষটার পাশে এসেও দাঁড়ায়না। সেখানে ‘বৃহন্নলার’ তৃতীয় লিঙ্গের মানুষেরা পরম যত্নে রোগীর হাত ধরে, তাকে সাহস দেয়।
সমাজে বৃহন্নলা এক আতংকের নাম। সময়ের স্রোতে ভেসে তারাও আজ সমাজের মূল স্রোতে ফিরতে শুরু করেছে। তারাও রক্ত মাংসের মানুষ। তাদেরও আছে বেঁচে থাকার অধিকার। তারা আমাদেরই স্বজন। করোনার এই ভয়াবহ সময়ে মানুষের পাশে এসে দাড়িয়েছে তারা।

Related posts

সৌদি নাগরিকদের ১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা

razzak

সালাম দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন ট্রুডো

razzak

মধ্যবয়সে সূর্য, ধীরে ধীরে কি মৃত্যুর দিকে এগোচ্ছে এ নক্ষত্র?

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »