অপরাধ আইন ও বিচার আন্তর্জাতিক কোভিড ১৯ জনদুর্ভোগ ব্রেকিং স্বাস্থ্য

ইচ্ছাকৃত করোনা সংক্রমিত করার দায়ে এক ব্যক্তি আটক

 ডেস্ক  রিপোর্ট: করোনাভাইরাসে সংক্রমতি করার অভিযোগে স্পেনে ৪০ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্পেনের মায়োরকা শহরের ওই লোকটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ইচ্ছা করে ২২ জন ব্যক্তিকে সংক্রমিত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়,  ওই ব্যক্তির ১০৪ ডিগ্রি জ্বর এবং কাশি থাকা সত্ত্বেও তিনি তার কর্মস্থল এবং জিম বা ব্যায়ামাগারে গিয়েছিলেন। কর্মস্থলে গিয়ে মুখ থেকে মাস্ক নামিয়ে ঘোরাঘুরি করতে থাকেন এবং সহকর্মীদের বলতে থাকেন যে তিনি তাদেরকে সংক্রমিত করছেন।

এ ঘটনার পরে তার পাঁচজন সহকর্মী এবং একই জিমে যান এমন তিনজন কোভিড পজিটিভ বলে ধরা পড়েন।

সংক্রমিত ওই লোকদের পরিবারের সদস্য আরো ১৪ জনও করোনাভাইরাস সংক্রমিত হন। এর মধ্যে তিনটি এক-বছর-বয়স্ক শিশুও ছিল।

স্পেনের পুলিশ শনিবার দেয়া এক বিবৃতিতে জানায় – ওই লোকটির বেশ কিছুদিন ধরেই সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল কিন্তু তিনি তার কাজ থেকে বাড়িতে যেতে চাইছিলেন না।

এক সন্ধ্যায় তিনি একটি পিসিআর টেস্ট করান। কিন্তু তার ফলাফল পাবার জন্য অপেক্ষমাণ থাকার সময়ও তিনি কর্মস্থলে এবং জিমে যান।

তার সহকর্মীরা তাকে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু তিনি রাজি হননি । পুলিশ জানায়, এর পর তিনি তার মাস্ক মুখ থেকে নামিয়ে কাশতে থাকেন, এবং বলেন, “আমি তোমাদের সবাইকে করোনাভাইরাসে সংক্রমিত করবো।”

লোকটির টেস্টের ফল পজিটিভ আসার পর তার সহকর্মীরা ভয় পেয়ে যান বলে পুলিশ জানায়।

পুলিশ বলছে, তারা জানুয়ারি মাস থেকে ঘটনাটির তদন্ত করছে এবং সংক্রমিত লোকেরা কেউই গুরুতর অসুস্থ হননি।

Related posts

ভারতে করোনায় মারা গেছে ৭৪৭ ডাক্তার

Irani Biswash

ঢাকা-টরন্টো ‘মর্যাদা রক্ষার’ ফ্লাইটে খরচ ৪ কোটি টাকা

razzak

জামিন পেয়েছেন পরিবেশ কর্মী দিশা রাভি

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »