অপরাধ আইন ও বিচার জনদুর্ভোগ জাতীয় জীবনধারা দুর্ঘটনা বাংলাদেশ ব্রেকিং

সমুদ্রে ভাসমান বোট থেকে ৩০ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্রে ভাসমান অচল বোট থেকে ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে।

মঙ্গলবার সকাল সাতটার দিকে স্টেশন বাহারছড়া কর্তৃক বড় ডেইলপাড়া ঘাট এলাকায় সমুদ্রে অচল বোটে ভাসমান অবস্থায় ৩০ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। এদের মধ্যে ২০ জন মহিলা, পাঁচ জন পুরুষ, পাঁচ জন শিশু।

আজ দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি জানান, উদ্ধার করা রোহিঙ্গারা গত শুক্রবার বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট থেকে একটি নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে রওনা হয়। পরে গত রোববার রাতে সমুদ্রে অবস্থানকালীন সময় তারা ডাকাতদের কবলে পড়ে, এসময় ডাকাতদল তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং নৌকার ইঞ্জিনটি বিকল করে দেয়। এরপর নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান বাহারছড়ার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং রোহিঙ্গাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গারা জানান দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল। তবে প্রকৃত দালালের নাম তারা কেউ বলতে পারে নি।

উদ্ধারদের রোহিঙ্গাদের বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related posts

এবার বাংলাদেশে দুইজনের দেহে ওমিক্রন শনাক্ত

razzak

মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন

Irani Biswash

গৃহহীনদের ‘স্বপ্ন নগরে’ ঠাই পেল আড়াইশ’ পরিবার

razzak

Leave a Comment

Translate »