আর্ন্তজাতিক ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে রোজই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। । গত ২৪ ঘণ্টায় আরও লাফিয়ে বাড়ল সংক্রমণ। সেই সঙ্গে দেশে ভাইরাসে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। যা দৈনিক মৃত্যুর নিরিখে এখনও রেকর্ড।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যায়, একদিনে দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫০৭। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮৬ হাজার ৮৭৮ জন। মোট মৃতের সংখ্যা ২ লাখঘ ৪ হাজার ৮৩২। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০ লাখ ৮৪ হাজার ৮১৪।