আন্তর্জাতিক এই মাত্র কোভিড ১৯ জনদুর্ভোগ জীবনধারা দুর্ঘটনা ব্রেকিং স্বাস্থ্য

করোনায় মারা গেলেন নরেন্দ্র মোদী’র কাকীমা

আর্ন্তজাতিক ডেস্ক : করোনায় প্রিয়জন হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রধানমন্ত্রীর কাকিমা নর্মদাবেন মোদীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১০ দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্নাদ মোদী জানিয়েছেন, ‘আমাদের কাকিমা নর্মদাবেন মোদীকে ১০ দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের জন্য তাঁর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় আজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

কিছুদিন আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘সকলে করোনা বিধি মেনে চলুন। অকারণে বাড়ির বাইরে বেরোবেন না। করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কঠিন সময়ে ধৈর্য্য় হারালে চলবে না’

এদিকে, হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সঙ্গে অব্যাহত মৃত্যু মিছিলও।

Related posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করবে লুক্সেমবার্গ

razzak

আফগানিস্তান ফেরতরা বাংলাদেশে ঢুকলেই গ্রেফতার

razzak

‘বাংলাদেশ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতায় প্রতিশ্রুতিবদ্ধ’

razzak

Leave a Comment

Translate »