ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মে দিবস সরকারি ছুটির দিন। বিশেষ করে এ দিনটি শ্রমিকদের জন্য বিশেষ কর্মবিরতি দিবস। ঠিক এই দিনেই কর্মক্ষেত্রে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ নেত্রকোনায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তুলতে গিয়ে গর্তে পড়ে বালুচাপায় সবুজ মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি শাহ নূর এ আলম।
শনিবার দুপুরে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকার বালুমহালে এ দুঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া দুর্গাপুর পৌর শহরের পশ্চিম খরস গ্রামের আবদুল সাত্তারের ছেলে।
সবুজ মিয়ার চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তুলতে যায় সবুজ। বালু উত্তোলনের ফলে ড্রেজারের জায়গায় গভীর গর্ত তৈরি হয়। সবুজ ওই গর্তের ওপরের অংশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বালুর স্তূপের অংশ ধসে পড়লে বালুতে চাপা পড়ে যায় সে।
তিনি বলেন, বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত সবুজ মিয়াকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম বলেন, নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সবুজ মিয়ার মৃতদেহ ময়নাতদন্ত না করেই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।