অপরাধ আইন ও বিচার জনদুর্ভোগ জাতীয় জীবনধারা ধর্ম ও জীবন বাংলাদেশ ব্রেকিং রাজনীতি সংগঠন সংবাদ

রিমান্ড শেষে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী কারাগারে

নিজস্ব সংবাদদাতা:  হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী নাশকতার মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ আসামির তিন দিনর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

জানা গেছে, সম্প্রতি দেশব্যাপী হেফাজত ইসলামের নেতাকর্মীরা তাণ্ডব, জ্বালাও-পোড়াও চালিয়েছে। এসব আন্দোলনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে উপস্থিত ছিলেন মাহমুদ হাবিবী। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্ত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছেন তিনি।

Related posts

শরীরে ভিটামিন ‘এ’র অভাব বোঝা যাবে ৭ লক্ষণে

razzak

কানাডা সরকারের রিট : তরুণীকে হাজির করতে বাবা-মাকে নির্দেশ

razzak

বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

Irani Biswash

Leave a Comment

Translate »