এই মাত্র কোভিড ১৯ জাতীয় জীবনধারা নারী বাংলাদেশ ব্রেকিং রাজনীতি স্বাস্থ্য

ঈদের আনন্দ যেন পরিবার বা অন্যের জীবন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:  ঈদের আনন্দ যেন নিজের বা পরিবার, বন্ধু-বান্ধবের জীবনটা যেন নষ্ট না হয়। সেদিকে সবাই মিলে দৃষ্টি দেবেন।  করোনাভাইরাসে ঘরে ঘরে মানুষ মারা গেছে, তাদের কথা একটা চিন্তা করবেন, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোবাবার দুপুরে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ দারিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধনে তিনি একথা বলেন। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্থ সারাদেশের ৩৬ লাখ ৫০ হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে পাবে। রোববার উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রী এই উপহার পৌঁছে যাবে।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ভোলা, জয়পুরহাট এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রান্তে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।। বিভিন্ন শ্রেণি পেশার ৩৬ লাখ ৫০ হাজার অসহায় মানুষকে জীবন ও জীবিকার জন্য আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। এজন্য ইতোমধ্যে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

নগদ, বিকাশ, রকেট এবং শিওরক্যাশের মত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জিটুপি (গর্ভনমেন্ট টু পার্সন) ভিত্তিতে ২ হাজার ৫০০ টাকা পাবে প্রত্যেক পরিবার।

দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেকে সুরক্ষিত রাখতে হবে। অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি। যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসব। আমরা এদেশের মানুষের কাছে টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনা আমরা দিচ্ছি, সেগুলো আপনারা দয়া করে মেনে চলবেন।

Related posts

প্রচণ্ড দাবানলে কানাডার একটি গ্রামের ৯০ শতাংশ পুড়েছে

Irani Biswash

বিয়েবাড়িতে কুয়ায় পড়ে শিশুসহ ১৩ জনের মৃত্যু

razzak

ক্রীড়াবিদদের সহযোগিতায় আার্থিক সহায়তা প্রদান

Irani Biswash

Leave a Comment

Translate »