আন্তর্জাতিক কোভিড ১৯ কোলকাতা চ্যাপ্টার জাতীয় জীবনধারা বাংলাদেশ বিনোদন ব্রেকিং স্বাস্থ্য

কোলকাতা আটকে পড়েছেন মোশাররফ দম্পত্তি

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত কাজে কোলকাতা গিয়ে আটকে পড়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

তিনি বেশ কিছু দিন ধরেই কলকাতায় অবস্থান করছেন।  কাজ শেষে গত মাসের শেষের দিকেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনায় দ্বিতীয় ঢেউ পুরো ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সেখানে দেওয়া হয় লকডাউন। যার ফলে পিছিয়ে যায় দেশে ফেরা। তাই বাধ্য হয়েই কলকাতায় আরও কিছুদিন থাকতে হবে। মোশাররফ করিমের সঙ্গে আছেন স্ত্রী রোবেনা রেজা জুঁই।

একটি গণমাধ্যমকে মোশাররফ করিম বলেন, ‘করোনা পরিস্থিতি প্রথম দিকে ভালো থাকায় আগে থেকেই অনেকগুলো নাটকে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছিল। এবার কলকাতায় থাকায় শুটিং স্থগিত করতে হয়েছে। কাজগুলো মিস করছি। আবার ভাবছি, দেশে থাকলেও সেগুলো করতাম কি না, জানি না। কারণ, দেশে এই সময়ে অনেকেই শুটিং করছেন না। শুটিংয়ে করোনা নিয়ে ঝুঁকি থেকেই যায়। ৯ মে দেশে ফিরতে পারি। হয়তো ঈদের আগে এবারও শুটিং না-ও করতে পারি। এখন কলকাতাতে রয়েছি। এখানেও ঘরবন্দী অবস্থায় কেটে যাচ্ছে। করোনা নিয়ে একটা ভয় আছে। তবে সতর্ক আছি।’

Related posts

আরো এক কোটি মানুষ গরিব হতে পারেন: মার্কিন অর্থমন্ত্রী

razzak

আরেক দফা বাড়ছে সয়াবিন তেলের দাম

razzak

গণপরিবহনে যৌন হয়রানির শিকার ৬৪ শতাংশ নারী

razzak

Leave a Comment

Translate »