আন্তর্জাতিক কোভিড ১৯ কোলকাতা চ্যাপ্টার জনদুর্ভোগ জাতীয় জীবনধারা বাংলাদেশ ব্রেকিং স্বাস্থ্য

ভারত ফেরত ১৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা: চিকিৎসার জন্য ভারতে অবস্থানরত ১৪ জন বাংলাদেশে আসার পর তাদের  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সুস্থ আছেন। এন্টিজেন পরীক্ষায় তাদের রিপোর্ট কোভিড নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার  রাত আড়াইটার দিকে তাদের চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বুধবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তাদের প্রথমে যশোরের বেনাপোল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানিয়েছেন, ভারত ফেরত ১০ জনকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ২৯ নম্বর ওয়ার্ডের কেবিনে এবং বাকি চারজনকে ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির জানিয়েছেন, ভারত থেকে আসা ১৪ জন চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন। তাদের সবার এন্টিজেন পরীক্ষা করা হয়েছে। কেউই করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হননি। তাদের আপাতত হাসপাতালে রাখা হয়েছে। পুলিশের সঙ্গে পরামর্শ করে তাদের কোয়ারেনটাইনের ব্যবস্থা করা হবে।

 

Related posts

বিপিন রাওয়াতের শেষকৃত্য আজ

razzak

ইউক্রেন থেকে এক লাখ শরণার্থী নেবে নরওয়ে

razzak

সৌদি বিমানবন্দরে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »