নিজস্ব সংবাদদাতা: চিকিৎসার জন্য ভারতে অবস্থানরত ১৪ জন বাংলাদেশে আসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সুস্থ আছেন। এন্টিজেন পরীক্ষায় তাদের রিপোর্ট কোভিড নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাদের চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তাদের প্রথমে যশোরের বেনাপোল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির জানিয়েছেন, ভারত থেকে আসা ১৪ জন চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন। তাদের সবার এন্টিজেন পরীক্ষা করা হয়েছে। কেউই করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হননি। তাদের আপাতত হাসপাতালে রাখা হয়েছে। পুলিশের সঙ্গে পরামর্শ করে তাদের কোয়ারেনটাইনের ব্যবস্থা করা হবে।