আন্তর্জাতিক কোভিড ১৯ জনদুর্ভোগ জীবনধারা দুর্ঘটনা বিনোদন স্বাস্থ্য

যথাযথ চিকিৎসার অভাবে মারা গেলেন অভিনেতা

বিনোদন ডেস্ক: ভারতের ওয়েবসিরিজ ও ইউটিউবার হিসেবে জনপ্রিয় রাহুল বোহরা যথাযাথ চিকিৎসার অভাবে মারা গেছেন। অভিনেতা রাহুল বোহরার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর সকলকে নাড়িয়ে দিয়েছে। মারা যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে রাহুল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ‘আমিও ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম। খুব শীঘ্রই জন্ম নেবো ও ভালো কাজ করব। এবার সাহস হারিয়ে ফেলেছি।’

রোববার মাত্র ৩৫ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা রাহুল বোহরা। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন রাহুল। শনিবার (৮ মে) ফেসবুক পোস্টে রাহুল একটি হতাশজনক বার্তা শেয়ার করেছিলেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। নিজের জন্য অক্সিজেন এবং বেডের সন্ধান করতে ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। তাতে জানিয়েছিলেন, ‘আমি করোনা পজিটিভ। ভর্তি রয়েছি। প্রায় চরদিন ধরে। কিন্তু সুস্থ হওয়ার কোনো নাম নেই। এমন কোনো হাসপাতাল আছে যেখানে অক্সিজেন-বেড পাব? কারণ এখানে আমার অক্সিজেন লেভেল ক্রমশও নীচের দিকে নামছে। আর কেউ দেখারও নেই। দিল্লি-তে আমি অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়ে এই পোস্ট করছি। কারণ বাড়ির লোক কিছু সামলাতে পারছে না।’

জনপ্রিয় অভিনেতা রাহুল বোহরা করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ফেসবুক পোস্ট করেছিলেন এই অভিনেতা। মেলেনি সাহায্য। শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

Related posts

যে বলি সুপারস্টার ছিলেন রানির ক্রাশ

razzak

পরীমনির বিরুদ্ধে গুলশান অল কমিউনিটি ক্লাবে ভাংচুরের অভিযোগ

Irani Biswash

মধ্যরাতে চীনে শক্তিশালী ভূমিকম্প

razzak

Leave a Comment

Translate »