ডেস্ক সংবাদ: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অভিবাসী ও স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামায়াতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও।
নামাজ শেষে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করেন প্রবাসীরা। পাশাপাশি দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তারা।
করোনার কারণে গত বছর কাতারের কোনো ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। কিন্তু এবার দেশটির সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের মধ্যেই ঈদগাহ ও মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।