আন্তর্জাতিক নারী পরিবেশ ব্রেকিং যুক্তরাষ্ট্র শিক্ষা

‘ইউসিএমএএস-২০২১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কানাডার অধরা রাইমা

আর্ন্তজাতিক সংবাদ : ‘ইউসিএমএএস-২০২১’  কানাডার জাতীয় ও আলবার্টার প্রাদেশিক প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে অধরা রাইমা মজুমদার। প্রায় ১৫ হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতার জুনিয়র গ্রুপে অংশ নেয়। কানাডা নিউজে প্রকাশিত।

প্রবাসী বাঙালি প্রকৌশলী দম্পত্তি শুভ মজুমদার ও রমা মজুমদারের একমাত্র সন্তান অধরা রাইমা। হিউ এ বেনেট স্কুলে গ্রেড-৩ অধ্যয়নরত অধরা জনসেবামূলক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা এবং পাবলিক স্পিকিংয়ে জড়িত। এছাড়া অধরা বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির হয়ে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে।
“ইউসিএমএএস” বিশ্বব্যাপী স্বীকৃত এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মানসিক গণিত এবং অ্যাবাকাসের ওপর ভিত্তি করে শিশু বিকাশ কর্মসূচি। ইউনিভার্সাল কনসেপ্ট মেন্টাল অ্যারিমেটিক সিস্টেম – ইউসিএমএএস ২০০৪ সালে উত্তর আমেরিকাতে কার্যক্রম শুরু করে এবং বর্তমানে নেটওয়ার্ক জুড়ে প্রায় ৭০টি শিক্ষাকেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধিত।
 অধরা’র মা-বাবা বলেন, মেয়ের সাফল্যে আমরা সত্যিই অনেক গর্বিত। অধরার  এই সাফল্য অন্যান্য প্রবাসী বাঙ্গালীদের সন্তানদের ও অনুপ্রাণিত করবে বলেই আমাদের বিশ্বাস।

Related posts

মালয়েশিয়ার মাটিতে কৃষি খামারে প্রবাসী উদ্যোক্তার সাফল্য

razzak

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাল ব্রিটেন ও বিশ্ব নেতৃবৃন্দ

Mims 24 : Powered by information

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ

razzak

Leave a Comment

Translate »