আর্ন্তজাতিক সংবাদ: কোলকাতার বিশিষ্ট সংগীত পরিচালক শান্তনু মৈত্র করোনায় পিতৃহারা হলেন । বাবাকে হারানোর শোকে কাতর এই সঙ্গীত পরিচালক। কোলকাতার গণমাধ্যমে সংবাদ প্রকাশ।
বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে শান্তনু লেখেন, ‘চার কদম বাস চার কদম চল দো না সাথ মেরে। আমার সবথেকে প্রিয় বন্ধু পথ প্রদর্শক আমার বাবাই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। উনি হাসতে হাসতে বিদায় নিয়েছেন। ওনার সঙ্গে আরও চার কদম চলার ইচ্ছে আমার ছিল। তোমায় মিস করব বাবাই।’
শান্তনু মৈত্রর বাবা একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তাঁর সংগীতচর্চা পরবর্তীকালে শান্তনুকে গানের প্রতি আগ্রহী করে তোলে।