অপরাধ এই মাত্র কোভিড ১৯ জনদুর্ভোগ জাতীয় জীবনধারা বাংলাদেশ ব্রেকিং স্বাস্থ্য

ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে আরও ৫ জন বাংলাদেশে প্রবেশ

নিজস্ব সংবাদদাতা:  ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে আজ দেশে ফেরা ১৩৬ বাংলাদেশির মধ্যে দুইজনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। গত তিন দিনে এ পর্যন্ত ২১৬ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রবেশ করেছেন। আজকের ৩ জনসহ মোট ৫ জন করোনাক্রান্ত।

অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৩৬ বাংলাদেশি নাগরিক দেশে প্রবেশ করেছেন। দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। র‌্যাপিড টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের দর্শনা স্থলবন্দরে। বাংলাদেশি নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৯৭ জন ও যুব উন্নয়ন ভবনের হোস্টেলে ৩৪ জন।

তিনি আরও জানান, তিন দিনে এ পর্যন্ত ২১৬ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রবেশ করেছেন ভারত থেকে। ছাড়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকরা পর্যায়ক্রমে দেশে ফিরে আসবেন। দেশে ফিরে আসা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশন, কাস্টমটস অন্য কার্যক্রম শেষ করা হচ্ছে দর্শনা স্থলবন্দরে। ১৪ দিনের কোয়ারেন্টাইন ও যাদের পজিটিভ হচ্ছে তাদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হচ্ছে।

নতুন করোনা আক্রান্ত দুই জনই পুরুষ। তাদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে ও চট্টগ্রাম জেলার চানন্দইশ এলাকার।

ভারতে অবস্থিত বাংলাদেশিয় দূতাবাস থেকে বুধবার নতুন করে ১৩৬ জন নাগরিকের ছাড়পত্র প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ৪০৩ জনের ছাড়পত্র প্রদান করেন বাংলাদেশে দূতাবাস। ভারত ফেরত নতুন ২ জনসহ মোট ৫ জন নারী-পুরুষ করোনা পজিটিভ হয়েছেন। পাঁচজনই সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

দর্শনা স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল আলিম জানান, ভারত থেকে আসা সব যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করা হয়েছে।

Related posts

ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান

Irani Biswash

হত্যা-মামলার প্রমাণ চুরি করলো বানর, বিচারকার্য স্থগিত

razzak

মহামারিকালে ঝরে যাওয়া শিক্ষার্থীদের ফেরাতে হবে: কাদের

razzak

Leave a Comment

Translate »