অপরাধ আইন ও বিচার এই মাত্র জাতীয় জীবনধারা নারী বাংলাদেশ ব্রেকিং

রোজিনার জামিনের আদেশ রোববার

নিজস্ব সংবাদদাতা : সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলার জামিন শুনানি শেষ হয়েছে। তবে জামিনের বিষয়ে আগামী ২৩ মে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লা ভার্চুয়াল আদালতে শুনানি শেষে এ দিন ধার্য করেন।

রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে বিচারক জামিন বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান।

আদালতে শুনানি শুরু করেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও এহসানুল হক সমাজীসহ আরও অনেকে।

এর আগে ১৮ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন।

ওইদিন শাহবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়।

Related posts

প্রধানমন্ত্রী ২৭ জানুয়ারি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন

Mims 24 : Powered by information

খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত

razzak

যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

Irani Biswash

Leave a Comment

Translate »