আন্তর্জাতিক জীবনধারা নারী বিনোদন

দ্বিতীয়বারের মতো হলিউডের ছবিতে জ্যাকুলিন

 বিনোদন সংবাদ:  বলিউডের আলোচিত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আবারও হলিউড ছবিতে কাজ করতে চলেছেন। বলিউড সুন্দরী নাকি প্রথম জীবনে অভিনেত্রীই হতে চাননি। চেয়েছিলেন অন্যকিছু হতে। ভিন্নভাবে নিজের জীবন সাজানোর ইচ্ছে ছিল তার। চেয়েছিলেন সন্ন্যাসী হতে।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রের খবর, চলতি বছরের শুরুতে এই বিষয়টা শোরগোল ফেলেছিল বি-টাউনে। অ্যান্থলজি অর্থাৎ ছোট-ছোট গল্প মিলে সেই ছবির নাম ‘উইমেন্স স্টোরিজ’। ছয় আন্তর্জাতিক মহিলা পরিচালক সেই ছবি পরিচালনায় দায়িত্বে রয়েছেন। তবে যে গল্পে জ্যাকুলিন রয়েছেন তার নাম ‘শেয়ারিং এ রাইড’। সেটার পরিচালনার দায়িত্বে লীনা যাদব।

জানা গেছে, গত বছর অক্টোবরে ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন অভিনেত্রী। ছবিতে এক ট্রান্সজেন্ডার মডেল অঞ্জলি লামা-র চরিত্রে অভিনয় করছেন জ্যাকুলিন। মুম্বাইয়ের সিএসটি পুলিশ স্টেশন চত্বরে ছবির শ্যুটিং হয়। সিএসটি থানাতেও ছবির কিছু দৃশ্যের শ্যুটিং হয়। ছবিতে তাকে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।

এর আগে হলিউড ছবি ‘Definition Of Fear OUT’-এ কাজ করেছেন জ্যাকুলিন। সেটাই তার হলিউড ডেবিউ ছবি ছিল। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। জ্যাকুলিনকে শেষবার সালমান খানের সঙ্গে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে দেখা গেছে। আগামীতে ‘রাম সেতু’র পাশাপাশি জ্যাকুলিনকে অক্ষয়ের সঙ্গে অপর ছবি ‘বচ্চন পাণ্ডে’তেও দেখা যাবে। এছাড়া ‘সার্কাসে’ রণবীর সিং-এর বিপরীতে এবং জন আব্রাহাম অভিনীত ‘অ্যাটাক’ ছবিতে অভিনয় করবেন জ্যাকুলিন।

Related posts

পরীমনির মাদক মামলায় সিআইডির রিপোর্ট শিগগিরই

razzak

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে : শিল্পমন্ত্রী

Irani Biswash

টিকা নিন, নইলে মরতে হবে: জার্মান স্বাস্থ্যমন্ত্রী

razzak

Leave a Comment

Translate »