২১ মে – ২৭ মে ২০২১
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত
মোবাইল: ০১৭১৬-৬০৮০৮২
এ সপ্তাহে ২৬ মে বুধের নিজ রাশি মিথুনে প্রবেশ ও ২৩ মে শনির মকর রাশিতে বক্র গতি ব্যাতিত,রবি শুক্রর রাহুর সাথে বৃষ রাশিতে অবস্থান। শনির মকরে, বৃহস্পতির নেপচুনের সাথে কুম্ভে। মঙ্গলের মিথুন রাশিতে কেতুর বৃশ্চিক রাশিতে, ইউরেনাসের মেষ রাশিতে অবস্থান। এবং চন্দ্রর সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশিতে অবস্থান ও বিভিন্ন গ্রহদের সাথে দৃষ্টি বিনিময় সম্পর্কের ফলে সপ্তাহটি ১২টি রাশির জাতক জাতিকার জন্য খুবই উল্লেখ যোগ্য পরিবর্তনের সপ্তাহ।
আসুন জানার চেষ্টা করি বছরের ২১ তম সপ্তাহে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সকল রাশির জাতক জাতিকার জীবনে:
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল) : সপ্তাহর শুরুতে সৃজনশীল প্রতিভার বিকাশে প্রভাবশালী কারো সাহায্য পাওয়ার আশা। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগের অভাব দেখা দেবে। মধ্যভাগে কর্মস্থলে দেখা দেবে জটিলতা। সহকর্মীদের সাথে আপোষে কাজ করার চেষ্টা করুন। অযথা শত্রæ বাড়িয়ে কোনো লাভ নেই। সপ্তাহর শেষার্ধে ব্যবসা বাণিজ্যে কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। পাবেন নতুন কোনো বিশেষ কাজের সুযোগ। অংশিদারী ও দাম্পত্য সম্পর্কে অগ্রগতি হবে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে চলতে থাকা বাধা বিপত্তি দূর হয়ে যাবে। শেষ দিকে বিনিয়োগে ঝুঁকি বৃদ্ধি পাবে। শেয়ার বাজারে বিনোয়োগে আপনাকে সতর্ক হতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে) : সপ্তাহর শুরুতেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে সম্পদশালী আত্মীয়র সাহায্য সহযোগিতা লাভের আশা। স্থাবর সম্পত্তির বন্টনে পিতৃস্থাণীয় ব্যক্তিদের সাহায্য পেতে চলেছেন। সপ্তাহর মধ্যভাগে আপনার প্রেম ও রোমান্সে অগ্রগতি হবে। কাঙ্খীত মনের মানুষটিকে কাছে পেতে চালেছেন। নব দম্পতিদের সন্তান লাভের আশা। অভিনয় শিল্পী ও নির্মাতাদের কাজের যোগাযোগ শুরু হতে চলেছে। আয় রোজগারের ক্ষেত্রে সপ্তাহর শেষার্ধটা শুভ নয়। অপ্রত্যাশিত কিছু জটিলতা আপনাকে ভোগাবে। কর্মস্থলে কারো দ্বারা যন্ত্রণার সম্মূখীণ হতে চলেছেন। সপ্তাহর শেষ দিকে আপনার দাম্পত্য ক্ষেত্রে দেখা দেবে জটিলতা। অংশিদারী ব্যবসা বাণিজ্য নিয়ে বিপাকেই পড়তে চলেছেন।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন) : সপ্তাহর শুরুতে যোগাযোগের ক্ষেত্রে সফল হবেন। অনলাইন কেনা বেচাতে ভালো লাভের আশা। পেতে পারেন ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সাহায্য। সাংবাদিক ও মিডিয়াকর্মীদের আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতির সময়। সপ্তাহর মধ্যভাগে পারিবারিক জটিলতা কেটে যাবে। প্রত্যাশা পূরণ হতে চলেছে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে পাবেন সকলের সাহায্য। নিজেস্ব ভূমি ক্রয়ের সুযোগ আসবে। সপ্তাহর শেষার্ধে প্রেমের জীবনে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে চলেছে। হটাৎ করেই নতুন কারো প্রেমে পড়তে চলেছেন। মিডিয়াতে কাজের সুযোগ আসবে। শেষ দিকে চাকরি ক্ষেত্রে সহকর্মীদের সাথে অহেতুক ভুলবুঝাবুঝির আশঙ্কা। অধিনস্ত কর্মচারী প্রতারিত করতে পারে। তার কোাে দূর্নীতির সংবাদে আপনি কষ্ট পাবেন।
কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই) : সপ্তাহর শুরুতেই আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতির আশা। সঞ্চয়ের ক্ষেত্রে ভালো অগ্রগতি হবে। বাড়িতে আত্মীয় কুটম্বজনের আগমন হতে চলেছে। বকেয়া কিছু অর্থ আদায়ের যোগ। সপ্তাহর মধ্যভাগে বৈদেশিক যোগাযোগ থেকে লাভবান হবেন। পেতে পারেন ভালো কোনো সংবাদ। ছোট ভাই বোনের বিদেশ যাত্রার যোগ প্রবল। শেষার্ধে আপনার মনের বাসনা পূরণ হতে চলেছে। সাহায্য পাবেন নিকটাত্মীয় স্বজনের। নিজস্ব যানবাহন ক্রয় বা প্রাপ্তির সুযোগ আসবে। শেষ দিকে আপনার সৃজনশীল কাজে দেখা দেবে জটিলতা। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কে অহেতুক ভুল বুঝাবুঝির সম্মূখীন হতে হবে। অণৈতিক কাজের জন্য জটিলতা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগষ্ট) : সপ্তাহর শুরুতেই আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কমে আসবে সকল প্রকার দুঃশ্চিন্তা। শারীরিক ও মানসিক ভাবে আবার উদ্দোম ফিরে পাবেন। পাবেন লড়াই করার মানসিকতা। মধ্যভাগে বকেয়া অর্থ আদায় ও ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধির সময়। সঞ্চিত অর্থ ব্যয় করে চলার প্রয়োজন পড়বে না। সপ্তাহর শেষার্ধে আপনার বৈদেশিক কাজে ভালো সংবাদ লাভের সময়। যে কোনো ভাবেই হোক আপনার জীবনে নতুন পরিবর্তন হতে চলেছে। শেষ দিকে পারিবারিক জীবনে কিছু ভুল বুঝাবুঝির সম্মূখীন হতে চলেছেন। আত্মীয়দের সাথে দেখা দেবে বিরোধ। পরিবারের কোনো বিষয় নিয়ে জীবন সাথী ও সন্তান সন্ততিদের সাথে দেখা দেবে সমস্যা। সাবধানে থাকবেন।
কন্যা রাশি (২২ আগষ্ট থেকে ২২ সেপ্টের) : সপ্তাহর শুরুতে বৈদেশিক কাজে সফল হবেন। দূরের যাত্রার ক্ষেত্রে আপনাকে হতে হবে সতর্ক। প্রবাসী আত্মীয় স্বজনের সাহায্য পেতে চলেছেন। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। মধ্যভাগে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। আয় রোজগার এর ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে চলেছে। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন কোনো চুক্তি করতে সক্ষম হবেন। সপ্তাহর শেষার্ধে আপনার সঞ্চিত ধনের বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায়ে হবেন সফল। খুচরা ও পাইকারী খাদ্য ব্যবসায়ীদের কাঙ্খীত লাভের আশা। সপ্তাহর শেষ দিকে যোগাযোগের ক্ষেত্রে তথ্য বিভ্রান্তির শিকার হতে চলেছেন। ছোট ভাই বোনের সাথে দেখা দেবে বিরোধ। পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাথে অকারন বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর) : সপ্তাহর শুরুতেই বড় ভাই বোন এর সাহায্য পাবেন। বন্ধুর বিবাহ শাদীতে অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের আয় রোজগারের নতুন নতুন সুযোগ আসবে। করোনার লকডাউনেও আপনার আয় রোজগার বৃদ্ধি অব্যাহত থাকবে। সপ্তাহর মধ্যভাগে আপনার বৈদেশিক কাজে অগ্রগতির সময়। বিদেশ যাত্রায় চলতে থাকা বাধা কিছুটা শীথিল হতে চলেছে। প্রবাসী কারো সাহায্য লাভের সময়। দূরের যাত্রায় অবশ্যই সাবধানতা অবলম্বণ করতে হবে। শেষার্ধে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির সাথে সাথে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সময়। সকলের সাহায্য পেতে পারেন। জীবন সাথীর সাথে বেড়াতে যেতে পারেন দূরে। সপ্তাহর শেষ দিকে সময়টা হতে পারে প্রতিকূল। আয় রোজগারের ক্ষেত্রে দেখা দেবে জটিলতা। ধন সঞ্চয়ের চেষ্টায় দেখা দেবে বিরোধ। শ্যালক শ্যালিকার সাথে মতানৈক্যে জড়িয়ে পড়তে পারেন। কিছু অর্থ হারিয়ে ফেলতে পারেন। থাকবেন সাবধান।
বৃশ্চিক রাশি (২২অক্টোবর থেকে ২১নভেম্বর) : সপ্তাহর শুরুতেই সামাজিক ও সাঙ্গঠনিক কাজে আসবে সাফল্য। প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির সময়। পৈত্রীক স্থাবর সম্পত্তি লাভের সময়। রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী কোনো আত্মীয়র সাহায্য পাবেন। সপ্তাহর মধ্যভাগে আয় রোজগারের চেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন। বড় ভাই বোন ও বন্ধুর সাহায্য লাভের যোগ প্রবল। বকেয়া বেতন ও বিল আদায়ে পাবেন বন্ধুর সাহায্য। ঠিকাদারী কাজের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবেই। সপ্তাহর শেষার্ধে আসবে আপনার ব্যয় বৃদ্ধির যোগ। আইনগত জটিলতার ক্ষেত্রে পেতে পারেন রেহাই। সপ্তাহর শেষ দিকে আপনার নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কারো উপর নির্ভর করতে গেলে বিরোধে জড়িয়ে পড়বেন। দাম্পত্য অশান্তিতে না জড়ানোই ভালো।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর) : সপ্তাহর শুরুটা হবে আধ্যাত্মীক অগ্রগতির মধ্য দিয়ে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে আসবে নতুন সুযোগ। জীবিকার জন্য বা ভাগ্য উন্নতিতে যেতে পারেন বিদেশে। মধ্যভাগে আপনার জীবনে কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী কারো সাহায্য পেতে পারেন। পিতার সাথে চলতে থাকা ভুল বুঝাবুঝির অবশান হবে। শেষার্ধে আপনার ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য পাওয়ার আশা। বকেয়া বিল বেতন আদায় হতে পারে। শেষ দিকে আপনার দূরের যাত্রার যোগ প্রবল। বিদেশ থেকে আসবে ভালো কোনো সংবাদ। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি) : সপ্তাহর শুরুটা হবে আপনার আর্থিক ঝুঁকি বাড়তে চলেছে। পাওনাদারের তাগাদা বৃদ্ধির শঙ্কা। ব্যবসায়ীরা থাকবেন কিছুটা আতঙ্কে। গৃহ অশান্তির থেকে থাকতে হবে সতর্ক। সপ্তাহর মধ্যভাগে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। বৈদেশিক কাজে অগ্রগতির আশা। জীবীকার জন্য যেতে পারেন দূর দেশে। আমদানী রপ্তাণী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। সপ্তাহর শেষার্ধে আপনার কর্মস্থলে সাফল্য লাভের সময়। অপ্রত্যাশিত কোনো সুযোগ পেতে পারেন। পদস্ত কর্মকর্তার সাহায্যে পদোন্নতির সুযোগ আসবে। চাকরির তদবিরে কিছু অর্থ ব্যয় হতে চলেছে। শেষ দিকে আপনার আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক কোনো অগ্রগতি হবে। তবে বন্ধুর দ্বারা কোনো ভাবে প্রতারিত হতে চলেছেন। বড় ভাইর সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারী ) : সপ্তাহর শুরুতেই দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের সুযোগ আসবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভের আশা। সপ্তাহর মধ্যভাগে ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে সফল হতে পারবেন। আয় রোজগারের ক্ষেত্রে বড় কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শেয়ার বিনিয়োগে আপনাকে সতর্ক হতে হবে। সপ্তাহর শেষার্ধে ভাগ্য সহায় হতে চলেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেসরকারী বিশ^ বিদ্যালয়ে ভর্তি হতে পারেন। শিক্ষা ও গবেষণা মূলক কাজের জন্য বৃত্তি লাভের যোগ প্রবল। বিদেশ থেকে কর্ম ভিসা লাভের যোগ। সপ্তাহর শেষ দিকে কর্মে আসবে জটিলতা। পদস্ত কর্মকর্তার সাথে দেখা দেবে চরম ভুল বুঝাবুঝি। কর্ম ছেড়ে দেওয়ার যোগ প্রবল। পিতার সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী থেকে ২০ মার্চ) : সপ্তাহর শুরুতেই গৃহস্থালী বিরোধে জড়িয়ে পড়তে পারেন। কাজের লোক বা কর্মচারী নিয়ে দেখা দেবে জটিলতা। শরীর স্বাস্থ্যও কিছুটা ভোগাতে পারে। সপ্তাহর মধ্যভাগে দাম্পত্য ক্ষেত্রে সাফল্য লাভ্ আয় রোজগারে অগ্রগতি হবে। জীবন সাথীর সাহায্য পাবেন। সপ্তাহর শেষার্ধে ঋণ যোগ প্রবল। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। তাই শেয়ার বিনিয়োগে সতর্ক থাকুন। সপ্তাহর শেষ দিকে আপনার ধর্মীয় ও আধ্যাত্মীক ক্ষেত্রে জটিলতা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে রহস্যজনক ঝামেলায় পড়তে পারেন। বিদেশ যাত্রার চেষ্টায় প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত অর্থ ব্যয় হবে।