দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগের ৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ১০, সিলেটে ১, রংপুরে ১ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩১০ জনে।
নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৫২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।