ডেস্ক সংবাদ: র্যানসমওয়্যার আক্রমণ থেকে বাঁচার জন্য আয়ারল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ গত শুক্রবার তাদের আইটি সিস্টেম বন্ধ করে দিয়েছে। এর প্রভাব গিয়ে পড়েছে শারীরিক প্রতিবন্ধীদের ডায়াগনস্টিক সেবা, কোভিড-১৯ পরীক্ষায়। অনেক অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয়েছে।
গত পাঁচ বছরে জার্মান ক্লিনিকগুলো বেশ কয়েকটি সাইবার হামলার শিকার হয়েছে। ফেডারেল সাইবার সিকিউরিটি এজেন্সি বিএসআই’র প্রধান আরনে শ্যোয়েনবম বলছেন, তিনি “হাসপাতালগুলোর সামনে আরও বড় বিপদ” দেখেছেন।
শ্যোয়েনবম জার্মান ক্লিনিক বা হাসপাতাল সম্পর্কে এই আশঙ্কা ব্যক্ত করলেও এই ঝুঁকিতে গোটা বিশ্বের চিকিৎসাকেন্দ্রগুলোও রয়েছে।
এর আগে মে মাসে, প্রায় নয় হাজার কিলোমিটার দীর্ঘ মার্কিন কলোনিয়াল পাইপলাইনে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইবার আক্রমণে বন্ধ হয়ে যায়। এর ফলে টেক্সাস থেকে লাখ লাখ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফিউয়েল পূর্ব উপকূলে নিউ জার্সি পর্যন্ত সরবরাহ বন্ধ হয়ে যায়।