আন্তর্জাতিক জাতীয় জীবনধারা নারী বাংলাদেশ বিনোদন ব্রেকিং যুক্তরাষ্ট্র স্বাস্থ্য

মাছের ঝোলে বিদেশীদের প্রশংসা

ডেস্ক সংবাদ:    ভোজন রসিক বাঙালীর পাতে মাছের ঝোল হবে না তাতো হতে পারে না। বিশ্বের যে কোনও বসবাসকারী বাঙালিদের প্রথম এবং প্রধান পছন্দ হলো, মাছের ঝোল। এই মাছের ঝোল রেধে রীতিমতো বিদেশীদের তাক লাগিয়ে দিয়েছে বাঙাালী কন্যা কিশোয়ার চৌধুরী। কর্মসূত্রে দীর্ঘদিন অস্ট্রেলিয়াতেই থাকেন।

অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো ‘মাস্টার শেফ’-এ সম্প্রতি তিনি মাছের ঝোল রান্না করেছেন। তার বিশেষ এই আইটেম বিচারকগণ চেটেপুটে খেয়েছেন এবং প্রশংসাও কুড়িয়েছেন প্রচুর ।

সম্প্রতি ওই টেলিভিশন শো-এ তিনি শুধু টমেটো, পেঁয়াজ আর সামান্য মশলা দিয়ে তৈরি মাছের ঝোল করেছেন। তবে বিচারকগণ বলেছেন এত কম মসলা দিয়েও যে এত সুস্বাদু রান্না হতে পারে, তা না খেলে বোধ হয় বিশ্বাস করতে পারতাম না। এক বিচারকের কথায়, এত সুস্বাদু খাবার কমই খেয়েছেন তিনি।

Related posts

নিউজিল্যান্ড সফরে ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

Mims 24 : Powered by information

বাংলাদেশকে আর্থিক সহায়তা দিচ্ছে জার্মান

Irani Biswash

কানাডায় ‘আনন্দধারা’র বিজয় দিবসের বিশেষ অনলাইন আয়োজন “বিজয়ের গানে”

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »