আন্তর্জাতিক জাতীয় জীবনধারা বাংলাদেশ ব্রেকিং যুক্তরাষ্ট্র রাজনীতি সেবামূলক কাজ

মঙ্গলবার ঢাকায় আসছেন ভলকান বাজকির

নিজস্ব সংবাদদাতা:  মঙ্গলবার সকালে দুই দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বাজকির।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ২৫ মে ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঢাকায় স্বাগত জানাবেন।

ঢাকা সফরের প্রথম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে ভলকান বাজকির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজ তথা বাংলাদেশ এবং জাতিসংঘ বিষয়ের ওপর একটি বক্তৃতা দেবেন। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এর আগে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সাধারণ পরিষদের প্রেসিডেন্টের ঢাকা সফরের বিষয়টি জানায় জাতিসংঘ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৫ থেকে ২৭ মে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ঢাকা ও ইসলামাবাদ সফর করবেন।

বাংলাদেশ সফরে কক্সবাজার রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি বাজ‌কির আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বহুপক্ষীয় ইস্যু, রো‌হিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষ‌য়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। বুধবার (২৬ মে) ঢাকা সফর শেষে ইসলামাবাদ যাবেন তিনি।

Related posts

হামলায় দেহরক্ষী প্রাণ হারালেও অক্ষত ইরানি জেনারেল

razzak

রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ, ভারত, চীনসহ বিভিন্ন দেশের দূতদের রাখাইন পরিদর্শন

Mims 24 : Powered by information

দুর্যোগে দিশেহারা যুক্তরাষ্ট্র

razzak

Leave a Comment

Translate »