আন্তর্জাতিক সংবাদ: অমানবিক ধ্বংসকারী লড়াইয়ে বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করেন। এরপরই সংবাদমাধ্যমে গাজা পুনর্গঠনে মার্কিন সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
অ্যান্তোনি ব্লিনকেন বলেন, ফের সহিংসতা রোধ করতে গাজায় গুরুতর মানবিক পরিস্থিতি মোকাবিলা করা জরুরি।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে জানান, গাজায় মানবিক সহায়তায় যেন হামাস কোনো সুবিধা না পায় তাও নিশ্চিত করবে তার দেশ। তিনি বলেন, আমরা এ অঞ্চলে আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করব। আমরা নিশ্চিত করব যে, গাজা পুনর্গঠনে দেওয়া মানবিক সহায়তা থেকে হামাস যেন কোনো সুবিধা নিতে না পারে।
উল্লেখ্য, গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটিকে উগ্রবাদী জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবারই সন্ধ্যার দিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে অ্যান্তোনি ব্লিনকেনের। পিএলও’কে ফিলিস্তিনের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলে মনে করে ওয়াশিংটন।