আন্তর্জাতিক জাতীয় জীবনধারা বাংলাদেশ বিনোদন ব্রেকিং রাজনীতি স্বাস্থ্য

চিত্রনায়ক ফারুকের শারীরিক অবস্থা অপরিবর্তিত

রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে প্রায় আড়াই মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে ৭৩ বছর বয়সী এ অভিনেতার।

বুধবার রাতে ফারুকের স্ত্রী ফারহানা পাঠানের এক বার্তা থেকে জানা যায়, ফারুক ১ মে থেকে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ১৫ মার্চ খিঁচুনি উঠায় ফারুককে প্রথমবার আইসিইউতে নেওয়া হয়; পর শারীরিক অবস্থার উন্নতি হলে ১৮ মার্চ কেবিনে স্থানান্তর করা হয়।

২১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর একটু সুস্থ হলে তাকে ২৮ এপ্রিল কেবিনে স্থানান্তর করা হয়। এর দুই দিন পর আবার তাকে আইসিইতে নেওয়া হয়।

উল্লেখ্য,   নিয়‌মিত চেকআ‌পের জন্য মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর যান ফারুক। চেকআপের মধ্যেই শারীরিক জটিলতা নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি।

এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Related posts

স্বর্ণ শুধু সম্পদ নয়, স্বাস্থ্য রক্ষার জাদুকরি দাওয়াই

razzak

বাংলাদেশকে আর্থিক সহায়তা দিচ্ছে জার্মান

Irani Biswash

শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল ৮ কেজি স্বর্ণ

razzak

Leave a Comment

Translate »