নিজস্ব সংবাদদাতা: আজ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী শেখ সায়েরা খাতুনের ১৩৫ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে শনিবার বাদ জোহর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স জামে মাসজিদে দোয়া ও মিলাদ মাহফিীল অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেরা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফোরকান বিশ্বাসসহ আরো অনেকে। পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে মিলাদ মাহফিলে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামানা করা হয়। একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ্যজীবন ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
previous post