আর্ন্তজাতিক সংবাদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার উৎস তদন্তে চীনের পাশে দাঁড়ানোর ঘোষনা দিয়েছে। সংস্থাটির জরুরি অবস্থা বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান সম্প্রতি করোনার উৎস বিষয়ক তদন্তকে রাজনীতির আওতার বাইরে রাখার আহ্বান জানিয়েছেন।
শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাইক রায়ান বলেন, ‘আমরা সবাইকে একান্তভাবে অনুরোধ জানাব, বিজ্ঞানের একটি বিষয়কে যেন রাজনীতির সঙ্গে না মেশানো হয়। এই ভাইরাসের উৎস অনুসন্ধানের গোটা প্রক্রিয়াটিকেই রাজনীতি বিষাক্ত করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি মুক্ত বিশ্বে বসবাস করি। এখানে সব দেশই এই ভাইরাসটির উৎস বিষয়ে নিজেদের মতামত জানাতে পারে। তবে ডব্লিউএইচও কোনো নির্দিষ্ট দেশের সংস্থা নয়। এ কারণে যে কোনো বিষয়ে কোনো তত্ত্ব যখন বেশিরভাগ ডব্লিউএইচওর বেশিরভাগ দেশ মেনে নেয়, সেটিই গ্রহণ করে ডব্লিউএইচও।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ডব্লিউএইচওর অপর বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারকোভ বলেন, এই ভাইরাসটির উৎস তদন্তে আরও কয়েকটি মিশন পরিচালনা করতে হবে এবং এই ব্যাপারটি বেশ সময়সাপেক্ষ।
চীনের উহান শহর, বিশ্বে প্রথম যেখানে করোনাভাইরাস শনাক্ত হয়, চলতি বছর মার্চে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল সেখানে করোনাভাইরাসের উৎস তদন্তে গিয়েছিল। চার সপ্তাহ উহানে অবস্থানের পর ফিরে এসে এ বিষয়ক প্রতিবেদনও জমা দিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছিল, বাদুড় কিংবা প্যাঙ্গোলিন বা এই জাতীয় কোনো বন্য প্রাণী থেকেই মানবদেহে সংক্রমিত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। তবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তখন এই মর্মে আপত্তি জানিয়েছিল যে প্রতিবেদনটি অসম্পূর্ণ।