অর্থনীতি কোভিড ১৯ জনদুর্ভোগ জাতীয় জীবনধারা টেকনোলজি বাংলাদেশ ব্রেকিং সেবামূলক কাজ স্বাস্থ্য

৩৩৩ এ ফোন করে পেলেন রিক্সা ভ্যান

নতুন রিকশাভ্যান পেয়ে খুব খুশি দুই কন্যা সন্তানের জনক হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরকার হাটের বাসিন্দা প্রদীপ নাথ (২৮)।

স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তার সংসার। আগে রিকশা চালাতেন। কিন্তু সেটি ভেঙে যাওয়ায় গত কয়েক মাস ধরে দিনমজুরি করতেন তিনি।

হাটহাজারীর ইউএনও মো. রুহুল আমিন বলেন, “২২ মে ৩৩৩ এ ফোন করেন প্রদীপ নাথ। পরদিন আমরা উনার সাথে টেলিফোনে যোগযোগ করি।

“তিনি বললেন, ‘ত্রাণ লাগবে না। বাসায় চাল-ডাল আছে। ত্রাণ দিলেও তা কিছুদিন পরে তো শেষ হয়ে যাবে। ত্রাণ আর কত দিবেন?’ তিনি কাজ করে খেতে চান। কিন্তু তিনি যে রিকশাটি চালাতেন সেটি ভেঙে গেছে। রিকশাটি মেরামত করে দিলে বা একটি রিকশাভ্যান দিলে তিনি আয় করে সংসার চালাতে পারবেন।”

রুহুল আমিন বলেন, “উনার এই কথায় আমরা বিস্মিত হই। গিয়ে দেখি উনার রিকশাটি আসলে চালানোর মত অবস্থায় নেই। যেহেতু তিনি পরিশ্রম করে উপার্জনে আগ্রহি তাই সিদ্ধান্ত নিই উনাকে একটি রিকশাভ্যান দিব।”

Related posts

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ৩০ জানয়ারী

Mims 24 : Powered by information

ভিয়েনা সংলাপ জারি রেখেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

razzak

বিশ্বের ৬০ নিরাপদ নগরীর তালিকায় ঢাকার অবস্থান ৫৪

razzak

Leave a Comment

Translate »