নিজস্ব সংবাদদাতা: দিন মজুর প্রদীপ নাথ ৩৩৩ এ ফোন করে চেয়েছিলেন কাজ করে খাওয়ার মত একটি অবলম্বন। তার এই চাওয়াতে সায় দিয়ে আট হাজার টাকায় একটি নতুন রিকশা ভ্যান তৈরি করে দেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
নতুন রিকশাভ্যান পেয়ে খুব খুশি দুই কন্যা সন্তানের জনক হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরকার হাটের বাসিন্দা প্রদীপ নাথ (২৮)।
স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তার সংসার। আগে রিকশা চালাতেন। কিন্তু সেটি ভেঙে যাওয়ায় গত কয়েক মাস ধরে দিনমজুরি করতেন তিনি।
হাটহাজারীর ইউএনও মো. রুহুল আমিন বলেন, “২২ মে ৩৩৩ এ ফোন করেন প্রদীপ নাথ। পরদিন আমরা উনার সাথে টেলিফোনে যোগযোগ করি।
“তিনি বললেন, ‘ত্রাণ লাগবে না। বাসায় চাল-ডাল আছে। ত্রাণ দিলেও তা কিছুদিন পরে তো শেষ হয়ে যাবে। ত্রাণ আর কত দিবেন?’ তিনি কাজ করে খেতে চান। কিন্তু তিনি যে রিকশাটি চালাতেন সেটি ভেঙে গেছে। রিকশাটি মেরামত করে দিলে বা একটি রিকশাভ্যান দিলে তিনি আয় করে সংসার চালাতে পারবেন।”
রুহুল আমিন বলেন, “উনার এই কথায় আমরা বিস্মিত হই। গিয়ে দেখি উনার রিকশাটি আসলে চালানোর মত অবস্থায় নেই। যেহেতু তিনি পরিশ্রম করে উপার্জনে আগ্রহি তাই সিদ্ধান্ত নিই উনাকে একটি রিকশাভ্যান দিব।”