অপরাধ আইন ও বিচার জনদুর্ভোগ জাতীয় জীবনধারা দুর্ঘটনা বাংলাদেশ ব্রেকিং

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. আবুল বাশার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. আবুল বাশার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির জের ধরে তাকে হত্যা করা হয়। এর পর আসামিরা লাশ গুম ও ব্যবহৃত আলামত পুড়িয়ে নষ্ট করে।
বুধবার দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল আজিজ।
তিনি বলেন, আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির জের ধরে মো. আবুল বাশারকে হত্যা করা হয়। হত্যার পর আসামিরা লাশ গুম ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত জ্বালিয়ে নষ্ট করে।
এ ছাড়া হত্যার পর থেকে অভিনব কৌশল অবলম্বন করে। স্থানীয় তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তারা হত্যাকান্ডে জড়িত থাকার দায় আদালতে স্বীকারও করে। আদালতের মাধ্যমে আসামি আব্দুল সালাম ও আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার মাটিরাঙ্গার খেদাছড়া এলাকার বাড়ির পাশের পাহাড়ের ঢালুর নিচ থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাটিরাঙ্গা থানায় নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে হত্যা

Related posts

বিভিন্ন প্রতিষ্ঠানে ইভ্যালির তথ্য চেয়েছে দুদক

razzak

কানাডায় বড়দিনের আনন্দকে ম্লান করে দিয়েছে ওমিক্রনের সংক্রমণ

razzak

অক্সিজেন নিয়ে আমাদের সমস্যায় পড়তে হবে না: জাহিদ মালেক

Irani Biswash

Leave a Comment

Translate »