অর্থনীতি আন্তর্জাতিক কোভিড ১৯ জনদুর্ভোগ জাতীয় জীবনধারা টেকনোলজি বাংলাদেশ ব্রেকিং যুক্তরাষ্ট্র রাজনীতি সেবামূলক কাজ স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রের সহায়তা মেডিকেল সামগ্রী আসছে ঢাকা

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা হিসেবে মেডিকেল সামগ্রী পাঠাচ্ছে। বর্তমানে মেডিকেল সামগ্রীগুলো দেশটির বিমানবন্দর থেকে ঢাকার পথে রয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এক টুইট বার্তায় এ তথ্য জানান।

ট্রাভিস এয়ার বেইসে বিমানে মেডিকেল সামগ্রী ওঠানোর সময়ে পরিদর্শন করেছেন জানিয়ে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম টুইটে লিখেছেন, ‘কোভিড-১৯ লড়াইয়ে মার্কিন সরকার কর্তৃক উদার সমর্থন বাংলাদেশের ক্ষমতাকে প্রবলভাবে জোরদার করবে।’

এদিকে, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসও এক বার্তায় দেশটি থেকে বাংলাদেশে ওষুধ সামগ্রী আসার তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার ও ইউএসএআইডি করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে। রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ট্র্যাভিস এয়ার বেইস বিমান পরিদর্শন করেছেন।

দূতাবাসের বার্তায় দেশটির প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক মূল্যবান। করোনাকালে বাংলাদেশকে দেওয়া সমর্থন আমাদের মজবুত সম্পর্কের একটি প্রমাণ।’

Related posts

শত বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

razzak

যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় প্রধান মুখ ফাউচি করোনায় আক্রান্ত

razzak

কিডনি নষ্ট হয়েছে কি না বুঝবেন যেসব লক্ষণে

razzak

Leave a Comment

Translate »