অপরাধ আইন ও বিচার আন্তর্জাতিক কোভিড ১৯ জনদুর্ভোগ জীবনধারা টেকনোলজি দুর্ঘটনা ব্রেকিং যুক্তরাষ্ট্র রাজনীতি সেবামূলক কাজ স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রে আটকে গেলে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন

আন্তর্জাতিক সংবাদ:   মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় পর্বের সম্পূর্ণ ফল জমা দিতে না পারায় ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধকের ছাড়পত্র আটকে দিয়েছে এফডিএ।

এতে কোভ্যাক্সিন টিকা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয়দের নতুন করে টিকা নিতে হতে পারে। তবে ভারত সরকারের দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের ফল প্রকাশ হবে। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ছাড়পত্রও পেয়ে যাবে হায়দারাবাদের সংস্থাটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মার্চ মাস পর্যন্ত পরীক্ষার ফল জমা দিয়েছিল সংস্থাটি। কিন্তু মে মাসে এফডিএ নতুন নিয়ম চালু করে জানায়, এবার থেকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অন্তত তৃতীয় দফার গবেষণার সম্পূর্ণ ফলাফল জমা দিলে তবেই ছাড়পত্র দেয়া হবে কোনো টিকার।

কোভ্যাক্সিন উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেক জানায়, জুলাইয়ের শেষদিকে সম্পূর্ণ ফল হাতে পাবে তারা। তার ভিত্তিতে ফের আবেদন করা হবে।

যুক্তরাষ্ট্রে কোভ্যাক্সিন উৎপাদন ও বণ্টনের জন্য ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি করেছে অকুজেন নামে একটি সংস্থা। ওই সংস্থার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে তাদের টিকা ব্যবহারের ছাড়পত্র চেয়েছিল ভারত বায়োটেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ছাড়পত্র না পাওয়ায় কোভ্যাক্সিন প্রতিষেধক নিয়ে এখন বিপাকে পড়েছেন বিদেশে পড়াশোনা বা চাকরি করতে যেতে চাওয়া বহু ভারতীয়।

যারা ভারতীয় করোনার টিকা কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়ে বিদেশে চলে গেছেন বা যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন, তাদের এখন হু-স্বীকৃত প্রতিষেধক নেওয়ার জন্য ফের নির্দেশ জারি করেছে সৌদি আরব, ব্রিটেন ও আমেরিকার মতো অনেক দেশ।

ইতোমধ্যে যারা সৌদি আরবে পৌঁছে গেছেন, তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থেকে সে দেশে হু স্বীকৃত কোনো প্রতিষেধক নিতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

Related posts

ব্ল্যাক ডয়মন্ড আইসক্রিম

Irani Biswash

আমি সবার সাথে বন্ধুত্ব চাই, তবে কারও দাসত্ব করতে রাজি নই: ইমরান খান

razzak

তিন বছরে ৫ম বার নির্বাচন ইসরায়েলে: ফের ক্ষমতায় ফেরার চেষ্টায় নেতানিয়াহু

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »