আকিব বর্তমানে বিশ্বের প্রথম ভার্চুয়াল ইউনিভার্সিটি International Internship University এর বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ও ফারদিন হেড অফ মিডিয়া উইং হিসাবে আছেন।
স্বপ্ন যদি থাকে আকাশ ছোঁয়ার, তাহলে কোন অসম্ভবকেই আর অসম্ভব বলে মনে হয় না। “এই মন্ত্রে বিশ্বাসী তরুণ এ.এম.এন.আকিব। যিনি ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন সারাবিশ্বের ইউথদের আইকন বা মোটিভেশন হিসেবে।

সারা বিশ্ব যখন করোনাভাইরাসের ভয়াল থাবায় ঠিক তখনই আলোর মশাল নিয়ে এগিয়ে আসেন আকিব। তার সংগঠন IYDS এর মাধ্যমে আয়োজন করেন একটি সচেতনতামূলক বিশ্বব্যাপি ক্যম্পেইন, “How to prevent covid in an innovative way.” যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী তরুণরা covid 19 মোকাবিলা এবং পরবর্তীতে সৃষ্ট সমস্যা সমাধানে তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনা তুলে ধরেন। তার এ উদ্যোগ পোঁছে যায় জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়নসহ বিশ্বের জায়ান্ট অরগানাইজেশনগুলোর সদর দপ্তরে। প্রশংসিত হয়ে জাতিসংঘের ৭৫তম অধিবর্ষ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সাথে সাথে তিনি ” World Peace Human Rights Mission ” এর বাংলাদেশী কান্ট্রি প্রেসিডেন্ট এবং Global Peace Chain er একজন অ্যামবাসেডর হিসাবে দায়িত্ব পালন করছেন।
তার এসব সাহসী আর সময়োপযোগী পদক্ষেপকে কুর্নিশ জানাতে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস তাকে Covid 19 Hero Award প্রদান করে। এ অ্যাওয়্যার্ড তাদেরকে দেওয়া হয়েছে যারা মহামারী করোনাভাইরাসের সময় বিভিন্ন মানবতামূলক কাজকর্ম করেছেন। এছাড়াও অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ পর্যোটন করপোরেশন এর মিডিয়া অ্যাম্বাসেডর মো বিল্লাল ফারদিনসহ কয়েকজন সমাজসেবক। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বল রুমে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক, সভাপতিত্ব করেন এডভোকেট লুৎফর আহসান বাবু, বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রমাদান,পীরজাদা হারুন, অতিরিক্ত সচিব, ফাইনান্স মিনিস্ট্রি, আরো উপস্থিত ছিলেন
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব, দিলরুবা খান, মহিলা বিষয়ক মন্ত্রণালয় উপ মহা পরিচালক মিনি খানম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর-রশিদ সিআইপিসহ, জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশাস, সহ অনেকেই,।