খেলাধুলা জাতীয় জীবনধারা বাংলাদেশ ব্রেকিং

পাঁচ বছরের মধ্যে মোহামেডানের প্রথম জয়

খেলার সংবাদ:  ঘটনাবহুল প্রথম পর্বের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে বৃষ্টি আইনে ৩১ রানে জিতেছিল মোহামেডান। প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে পাঁচ বছরের মধ্যে সেটিই ছিল মোহামেডানের প্রথম জয়। কিন্তু সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারল না তারা।

সুপার লিগের মুখোমুখি সাক্ষাতেই প্রতিশোধ নিয়ে নিলো আবাহনী। তাও যেনতেনভাবে নয়, রীতিমতো বিধ্বস্ত করেছে মোহামেডানকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে গড়েছে চলতি আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। পরে বল হাতে মোহামেডানকে দাঁড়াতেই দেয়নি আবাহনীর বোলাররা।

ঘটনাবহুল প্রথম পর্বের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে বৃষ্টি আইনে ৩১ রানে জিতেছিল মোহামেডান। প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে পাঁচ বছরের মধ্যে সেটিই ছিল মোহামেডানের প্রথম জয়। কিন্তু সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারল না তারা।

সুপার লিগের মুখোমুখি সাক্ষাতেই প্রতিশোধ নিয়ে নিলো আবাহনী। তাও যেনতেনভাবে নয়, রীতিমতো বিধ্বস্ত করেছে মোহামেডানকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে গড়েছে চলতি আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। পরে বল হাতে মোহামেডানকে দাঁড়াতেই দেয়নি আবাহনীর বোলাররা।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয়বারের মতো ১৮০ ছাড়ানো ইনিংসে আবাহনী দাঁড় করায় ১৯৩ রানের সংগ্রহ। বিপরীতে মোহামেডান করতে পেরেছে ১৩৩ রান। ৬০ রানের বিশাল জয়ের সুবাদে শিরোপা দৌড়ে প্রাইম ব্যাংকের সমান্তরালে চলে এলো বর্তমান চ্যাম্পিয়নরা।

আবাহনীর করা ১৯৩ রানের বিশাল সংগ্রহের জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় মোহামেডান। প্রথম ওভারটিতে কোনো রান খরচ না করেই উইকেট দুইটি নেন মোহাম্মদ সাইফউদ্দিন। রানের খাতা খোলার আগেই ফেরেন অভিষেক মিত্র ও শামসুর রহমান শুভ।

নিজের পরের ওভারে আরও একটি উইকেট পেতে পারতেন সাইফউদ্দিন। কিন্তু পয়েন্টে দাঁড়িয়ে ইরফান শুক্কুরের লোপ্পা ক্যাচ ছেড়ে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। একই ওভারের শেষ বলে ডিপ মিড উইকেট বাউন্ডারি ক্যাচ ধরতে পারেননি মেহেদি হাসান রানা। ফলে একই ওভারে দুইবার জীবন পান শুক্কুর।

Related posts

করোনা; মাস্ক-ভ্যাকসিনে শিথিলতা ইউরোপে

razzak

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ

Mims 24 : Powered by information

আমিরাতে বাংলাদেশি মা-মেয়েকে চাপা দিয়ে হত্যার ১৪ মিনিটেই চালক গ্রেফতার

razzak

Leave a Comment

Translate »